Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংলাপে বসতে রাজি বাম গণতান্ত্রিক জোট, করবে আন্দোলনও

আজমল হেলাল হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৩ ১০:০১ | আপডেট: ৩০ জুন ২০২৩ ১০:০৪

ঢাকা: বাম গণতান্ত্রিক জোট আন্দোলনের পাশাপাশি নির্বাচনের অংশ নেওয়ার জন্য প্রস্তুতিও রাখছে। এমনকি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য ‘নিরপেক্ষ সরকার’ গঠনের জন্য সুনির্দ্দিষ্ট এজেন্ডা নিয়ে সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান জানানো হলে বাম গণতান্ত্রিক জোট তাতেও অংশ নেবে।

বাম গণতান্ত্রিক জোটের দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংলাপে অংশ নিতে আপত্তি না থাকলেও অবাধ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি জন্যর সরকারের পদত্যাগের দাবিতে (এক দফা) আন্দোলন থেকে সরে যাবে না। বরং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনস্বার্থের নানা দাবিতে আন্দোলন অব্যহত রাখবে।

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের কর্মসূচিতে ঢাকা থেকে সারা দেশে জাগরণ সৃষ্টির জন্য পৃথকভাবে ঢাকা থেকে ৫টি দিকে বিভিন্ন স্থানে যাত্রা করবে জোটটি। সারা দেশের ৫টি স্থান থেকে ঢাকার উদ্দেশে গণ জাগরণা যাত্রা শুরু করে ঢাকায় এসে অবস্থান নেওয়া হবে। জুলাই মাসে ঢাকায় বড় ধরনের একটি সমাবেশ এবং আগস্ট মাসে বিভাগীয় জেলা শহরে সমাবেশসহ ঘেরার কর্মসূচি রয়েছে।

জাগরণ যাত্রার পরপরই বাম গণতান্ত্রিক জোট ঢাকায় একটি মহাসমাবেশ করতে পারে বলে আভাস দিয়েছে সূত্রটি। ওই সমাবেশে সারা দেশ থেকে কৃষক, দিনমজুর এবং বিভিন্ন কলকারখানা থেকে শ্রমিকরা অংশ নেবে।

৬টি বাম দলের সমন্বয় বাম গণতান্ত্রিক জোট। এই জোটে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্ট (সিপিবি), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

বিজ্ঞাপন

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট যুগপৎ আন্দোলন করছে ফ্যাসিবাদী বিরোধী জোট, বাম মোর্চা ও ঐক্য ন্যাপের সঙ্গে। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জোটের নেতারা বলছেন, ‘আমরা আন্দোলনের পাশাপাশি নির্বাচনের অংশ নেওয়ার জন্যও প্রস্তুতি রাখি। তবে সে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সারাবাংলাকে বলেন, ‘আমরা আনেক আগে থেকেই সরকারকে তত্ত্বাবধায় সরকার কিভাবে গঠন হবে সে বিষয়ে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়ে আসছি। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।’

অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে উল্লেখ করে সিপিবি’র এই নেতা বলেন, ‘আমরা মাঠে আছি। জনগণ রাজপথে নেমে এলে অবশ্যই সরকারকে গদি ছাড়তে হবে। আমরা জনগণকে রাজপথে নেমে আসা এবং আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার পদক্ষেপ নিয়েছি।’

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা জনগণকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে উপজেলা থেকে জেলায়, জেলা থেকে বিভাগীয় শহরে, বিভাগীয় শহর থেকে ঢাকায় কর্মসূচি অব্যহত রেখেছি। এসব কর্মসূচি দিয়েই জনগণকে রাজপথে নমানো হবে। সেপ্টেম্বরে ঢাকা থেকে ৫টি দিকে জাগরণ যাত্রা করা হবে। একটি পর্যায় ঢাকায় সবাই এসে অবস্থান নেবে।’

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ বলেন, ‘বাম গণতান্ত্রিক জোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনস্বার্থের দাবি থেকে সরে যাবে না। এসব দাবি আদায়ে সারাদেশে গণজাগরণ যাত্রা শুরু করবে বাম গণতান্ত্রিক জোটের নেতারা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সরকার তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুনির্দ্দিষ্ট এজেন্ডা দিয়ে সংলাপ ডাকলে বাম গণতান্ত্রিক জোট সংলাপে অংশ নেবে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

আন্দোলন বাম গণতান্ত্রিক জোট সংলাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর