Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চামড়া পাচার ঠেকাতে সীমান্তে বাড়তি নজরদারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৩ ০৯:২৭ | আপডেট: ৩০ জুন ২০২৩ ১২:৪৯

নওগাঁ: কোরবানির ঈদের পর সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচাররোধে নওগাঁ সীমান্তে কড়া নজরদারি বসিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বিজিবির পাশাপাশি তৎপর রয়েছে নওগাঁ জেলা পুলিশের সদস্যরাও।

নওগাঁর ১১টি উপজেলার মধ্য সাপাহার, নিয়ামতপুর, পোরশা এবং ধামইরহাট এই চারটি উপজেলা সীমান্তবর্তী এলাকা। এসব এলাকাগুলো নজরদারিতে থাকলে সীমান্ত দিয়ে চামড়া পাচাররোধ করা যাবে বলে আশা করছেন বিজিবির কর্মকর্তারা।

বিজ্ঞাপন

নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন বলেন, ‘জেলার যেসব এলাকা দিয়ে ভারতে চামড়া পাচারের আশংকা রয়েছে এমন বেশ কিছু এলাকায় বিজিবির সতর্ক চৌকি বসানো হয়েছে। পাশাপাশি সীমান্তের কিছু গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্য বাড়ানো হয়েছে। চামড়া আমাদের দেশের সম্পদ, এই সম্পদ অবৈধভাবে পাচাররোধে বিজিবি বিগত দিনের মতো এবারো কার্যকরী ভূমিকা পালন করবে।’

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল হক জানান, বিজিবির পাশাপাশি পুলিশ সদস্যরাও চামড়া পাচার রোধে সতর্ক রয়েছেন। এরইমধ্যে জেলার সীমান্তবর্তী সড়কগুলোতে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানোর জন্য বলা হয়েছে। সীমান্ত অভিমুখে প্রতিটি ট্রাক, পিকআপসহ সব যানবাহন পুলিশি তল্লাশির আওতায় থাকবে। পাচাররোধে বিজিবির পাশাপাশি ২৪ ঘণ্টা কাজ করছে পুলিশ।

সারাবাংলা/এমও

চামড়া পাচার

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর