ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহত, রাতভর সহিংস বিক্ষোভ
২৯ জুন ২০২৩ ১৬:১০
ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলি নঁতে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী কিশোর হত্যার প্রতিবাদে সহিংস বিক্ষোভ দ্বিতীয় দিনে গড়িয়েছে। দুই দিন ধরে প্যারিসসহ আশেপাশের শহরগুলো কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। বুধবার (২৮ জুন) রাতভর ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত অন্তত দেড়শ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, টাউন হল, স্কুল এবং পুলিশ স্টেশনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। বিভিন্ন জায়গায় দাঙ্গার সৃষ্টি হয়েছে। পুলিশ এ পর্যন্ত দেড়শ জনকে আটক করেছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার দিবাগত রাতটিকে ‘প্রজাতন্ত্রের প্রতীকগুলোর বিরুদ্ধে অসহনীয় সহিংসতার একটি রাত’ বলে বর্ণনা করেছেন।
বুধবার রাতে প্যারিসের আশেপাশের শহরতলিতে অন্তত ২ হাজার দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এ রাতে বিক্ষোভকারীরা আবর্জনা ফেলার বাক্সে আগুন দেয়। প্যারিসের পশ্চিমে হাউস-ডি-সেইন অঞ্চলের অন্যান্য কমিউনিটিতে এবং পূর্বাঞ্চলীয় শহর ডিজনেতে ব্যাপক অগ্নিসংযোগ করা হয়। রাজধানীর দক্ষিণে এসসোনে অঞ্চলে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর টুলুসে বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
গত মঙ্গলবার সকালে প্যারিসের শহরতলী নঁতে ট্রাফিক সিগন্যাল অমান্য করায় নায়েল এম নামে এক কিশোরকে ধাওয়া করে পুলিশ। তিনি ভাড়ায় গাড়ি চালাচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ কর্মকর্তা গাড়িতে কিশোরটির দিকে বন্দুক তাক করে গুলি করে।
কিশোরের উপর গুলি করা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, গাড়িটি দুই পুলিশ মোটরসাইকেলে আরোহীকে ধাক্কা দিয়েছিল।
এ ঘটনায় ফুঁসে উঠেছে ফ্রান্স। দুই দিন ধরে একটানা বিক্ষোভ প্রদর্শন করছেন বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।
সারাবাংলা/আইই