Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবি-বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৩ ১৪:৩৯

দিনাজপুর: ঈদুল আজহা উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ১০টায় হিলি সীমান্তের শূন্যরেখায় দুইদেশের সীমান্তরক্ষী বাহিনী সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার ইনস্পেক্টর রমেশ কুমারের হাতে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াসিন আলী। পরে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান হয়।

বিজ্ঞাপন

ইন্সপেক্টর রমেশ কুমার বলেন, ‘ঈদ উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। বাংলাদেশের সব মানুষকে ঈদ মোবারক জানাচ্ছি।’

সুবেদার ইয়াসিন আলী বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছি। তাদের সঙ্গে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এই উপহার দিয়েছি। তারাও আমাদের মিষ্টি উপহার দিয়েছেন। একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই রেওয়াজ হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে।’

সারাবাংলা/এমএসআর/এনএস

ঈদুল আজহা ঈদের শুভেচ্ছা বিনিময় বিজিবি-বিএসএফ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর