Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৩ ১৩:২৪

ছবি: সারাবাংলা

রংপুর: রংপুর নগরীর হাজিরহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জনু) সকাল ৮টায় হাজীরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পিকআপ চালকের নাম মিনহাজ (৩২)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ওসি রাজিব বসুনিয়া জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ এন্টার প্রাইজের একটি বাস হাজিরহাট বাজারে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক মিনহাজ মারা যান।

দুর্ঘটনা কবলিত পিকআপ ও হানিফ পরিবহন গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/আরএইচএস/এনএস

রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর