Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন

সারাবাংলা ডেস্ক
২৮ জুন ২০২৩ ১৭:৩১ | আপডেট: ২৮ জুন ২০২৩ ২০:১২

ঢাকা: ত্যাগের মহিমায় মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর ও জর্ডান, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকার বিভিন্ন দেশে বুধবার (২৮ জুন) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

ঈদ উপলক্ষে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলিমরা।

সৌদি আরবে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৫ লাখ মানুষ। হজের সব আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন হাজিরা।

বুধবার ঈদুল আজহা উদযাপন করছেন ফিলিস্তিরা। আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেন লাখো মানুষ।

করোনা মহামারির তীব্র সংক্রমণের সময় হজে মাত্র ১০০০ স্থানীয় হজযাত্রীর মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর ২০২১ সালে ৬০ হাজার হজযাত্রীকে নিয়ে হজ পালিত হয়। গত বছর মহামারি শেষ হওয়ার পর প্রথমবারের মতো বিদেশিদের হজযাত্রার সুযোগ দেওয়া হয়। ওই সময় ১০ লাখ হজযাত্রী মক্কায় সমবেত হন। এবার এ সংখ্যা ২৫ লাখ।

হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব ঈদুল আজহা।

মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, যা কোরবানির ঈদ নামে পরিচিত। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসলমানরা। মুসলমানদের জাতির পিতা হজরত ইবরাহিম আ.-এর ত্যাগের স্মৃতিবিজড়িত এ ঈদ। মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে নিজের প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার প্রস্তুতির শিক্ষাই এ ঈদের আদর্শ।

বাংলাদেশ, ভারতসহ অনেক দেশে বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদে কোরবানির জন্য রাজধানীসহ সারা দেশের পশুর হাটগুলোতে গত কয়েক দিন ধরে চলছে কেনাবেচা।

বিজ্ঞাপন

স্বজনদের নিয়ে ঈদ উদযাপনের জন্য ইতোমধ্যে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছেড়েছেন। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/একে

ঈদ ঈদুল আজহা টপ নিউজ পশু কোরবানি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর