Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৩ ১৫:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এবার সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ জাতীয় ঈদগাহ ময়দানে।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় জমিয়তুল ফালাহ ময়দানে দুই দফা ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ সারাবাংলাকে জানিয়েছেন, জমিয়াতুল ফালাহ ময়দানে এবারের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন ওই মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পেশ ইমাম আহমদুল হক।

নগরীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সকাল সাড়ে সাতটায় আরও ৮টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এগুলো হলো- লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে, হযরত শেখ ফরিদ চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।

এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদুল আজহার কেন্দ্রীয় জামাতের জন্য জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান পরিদর্শন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয়ে যাতে ঈদ জামাতে কোনো সংকট না হয়, সেজন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র।

বিজ্ঞাপন

মেয়র রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বৃষ্টিতে নামাজ যাতে বিঘ্নিত না হয়, সেজন্য মসজিদের আশপাশের নালাগুলো পরিষ্কার করা হয়েছে। বৃষ্টি হলে পানির ঝাপটা যাতে না আসে, সেজন্য মূল মঞ্চের চারপাশে কাপড়ের পর্দা দেওয়া হবে। তবে অস্বাভাবিক বৃষ্টিতে পানি উঠলে মসজিদের ভিতরে জামাত হবে।’

সারাবাংলা/আরডি/এমও

ঈদ জামাত ঈদুল আজহা চট্টগ্রাম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর