Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্টে আসছে প্রামাণ্য গ্রন্থ ‘পনেরো আগস্টের নেপথ্য কুশীলব’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৩ ১৫:২৮ | আপডেট: ২৮ জুন ২০২৩ ১৬:২৭

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। এই হত্যাকাণ্ডের খুনিদের বিচার হয়েছে কিন্তু হত্যার পেছনে যে সমস্ত দেশি-বিদেশি চক্র ছিল তাদের বিচার হয়নি। এমনকি তাদের সঠিকভাবে এখনও চিহ্নিত করা হয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই নির্মম হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের নিয়ে আগামী ১ আগস্ট মাসে প্রকাশ করা হচ্ছে ‘পনেরো আগস্টের নেপথ্য কুশীলব’।

বিজ্ঞাপন

৩০০ পৃষ্ঠার বইটিতে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের পেছনের দেশি-বিদেশিদের প্রামাণ্য তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে। বহুল তথ্য উপাত্ত নিয়ে প্রামাণ্য বইটি লিখেছেন খ্যাতিসম্পন্ন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

সারাবাংলাকে তিনি জানিয়েছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা হয়েছে। কিন্তু এই নেপথ্যে কুশীলবদের চিহ্নিত এবং বিচার করা হয়নি। বঙ্গবন্ধুর হত্যার পেছনে কারা ছিল সেই কুচক্রীমহলের কর্মকাণ্ড প্রামাণ্য তথ্য নিয়ে বইটি লেখা হয়েছে।

বইটিতে মনজুরুল আহসান বুলবুল বঙ্গবন্ধুকে হত্যার পেছনে ‘সিআই’য়ের ভূমিকা এবং পূর্ব ইউরোপের ভূমিকা কেমন ছিল, পার্শ্ববর্তী দেশ ভারত কী করেছিল; বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় যারা ছিলেন তাদের ভূমিকা কি ছিল; বঙ্গবন্ধুর তৎকালীন মন্ত্রিসভার সদস্যরা কে কোথায় অবস্থান নেন; খুনি খন্দকার মোশতাকের ক্যাবিনেটে কারা অংশ নেন; প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরাসরি জড়িত থাকা তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে।

বইটির সূচিতেই নানা ভাগে ভাগ করে পুরো ঘটনাপঞ্জি তুলে ধরা হয়েছে। অতীত কখনও অতীত হয় না শিরোনামে শুরু হওয়া বইয়ে, খুনের বিচার হয়েছে, ষড়যন্ত্রের বিচার কবে হবে? মোস্তাকের চক্রান্ত অনেক আগে থেকেই। ভাষণটি তাহলে কবে লেখা কার লেখা। কে এই ’বস’ যিনি সব ব্যবস্থা নিচ্ছেন। হিরো অব এন্টায়ার শো। জিয়ার ভূমিকা। বিদেশি কুশীলব। নানা দেশের সঙ্গে ঘাতকদের যোগাযোগ। গোয়েন্দাদের ব্যর্থতা। জাসদ ও তাহেরের ভূমিকা ইত্যাদি দিয়ে বিস্তারিত আলাপ রয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

আগস্ট টপ নিউজ পনেরো আগস্টের নেপথ্য কুশলীব প্রামাণ্য গ্রন্থ