বর্জ্য অপসারণে চসিকের ৪৩০০ শ্রমিক, ৩৪৫টি গাড়ি
২৮ জুন ২০২৩ ১২:১৪ | আপডেট: ২৮ জুন ২০২৩ ১২:১৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কোরবানির বর্জ্য অপসারণের জন্য ৩৪৫টি ট্রাক ও ৪৩০০ শ্রমিক প্রস্তুত রেখেছে সিটি করপোরেশন। বিকেল পাঁচটার মধ্যে বর্জ্য পুরোপুরি অপসারণের নির্দেশ দিয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী।
এদিকে প্রতিবছরের মতো এবারও নগরীতে পশু কোরবানির জন্য ৩০৪টি স্থান নির্ধারণ করে দিয়েছে সিটি করপোরেশন। যত্রতত্র কোরবানি না দেওয়া এবং বর্জ্য না ফেলার অনুরোধ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৯ জুন) মুসলিম জাতিগোষ্ঠীর অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ সারাবাংলাকে জানিয়েছেন, সকাল ৮টা থেকে বর্জ্য সংগ্রহ শুরু হবে। ১১টা থেকে কোরবানির বর্জ্য অপসারণ শুরু হবে।
৪ হাজার ৩০০ শ্রমিক ও ৩৪৫টি ট্রাক প্রস্তুত আছে। এর বাইরে সংস্থার নিজস্ব যানবাহনও আছে। পশুর নাড়ি-ভুঁড়ি নেয়ার জন্য এলাকায়-এলাকায় পলিব্যাগও দিচ্ছে চসিক।
নগরীর ৪১ টি ওয়ার্ডকে ৬টি জোনে ভাগ করে বর্জ্য অপসারণ কার্যক্রম ব্যবস্থাপনা করবেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন ও মোরশেদ আলম।
কাউন্সিলর শৈবাল দাশ সুমন সারাবাংলাকে বলেন, ‘পশু কোরবানির জন্য ৩০৪টি স্থান নির্ধারণ করা হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না ঘটলে বিকেল পাঁচটার মধ্যে নগরী বর্জ্যমুক্ত করার প্রস্তুতি নিয়েছি। অল্প কিছু প্রান্তিক এলাকায় কিছু জটিলতার কারণে সর্বোচ্চ সন্ধ্যা লাগতে পারে কাজ শেষ হতে।’
সারাবাংলা/আরডি/এমও