স্মার্ট সিটি গড়তে কাজ করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
২৮ জুন ২০২৩ ০৯:৪২ | আপডেট: ২৮ জুন ২০২৩ ০৯:৪৭
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেছেন, ‘আমাদের প্রিয় নগরীকে একটি আদর্শ ও স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মেয়র, কাউন্সিলর ও নগরবাসী— এই তিনপক্ষের পারস্পরিক সহযোগিতায় সিলেট মহানগরীকে এগিয়ে নিতে হবে।’
নগরীর ধোপাদিঘির পাড়ে হাফিজ কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার (২৭ জুন) সিলেট সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন।
আবদুল মোমেন আরও বলেন, ‘সিলেটে এমন একজন মেয়র পেয়েছি যার সঙ্গে সরকারে খুব ভালো সম্পর্ক রয়েছে। আনোয়ারুজ্জামান চৌধুরী একজন সৎ ও যোগ্য মেয়র। তিনি এই সিলেটকে উন্নয়নের মাধ্যমে তিলোত্তমা নগরে পরিণত করতে বলে আমার বিশ্বাস।’
তিনি বলেন, ‘কাউন্সিলর হিসাবে যারা নির্বাচিত হয়েছেন তারাও প্রত্যেকে যোগ্য জনপ্রতিনিধি। আপনারা সব সমস্যা সমাধান করে নগরবাসীর স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন, এটাই আমাদের প্রত্যাশা।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসের পরিচালনায় সভায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠসিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ড. আহমেদ আল কবিরসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন। এ সময় নব নির্বাচিত কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।