Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একা হয়ে পড়েছেন রওশন এরশাদ, কেন্দ্রীয় নেতারাও হতাশ!

আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৩ ২২:৫২ | আপডেট: ২৮ জুন ২০২৩ ১১:৫৭

ঢাকা: দ্বাদশ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির (জাপা) রওশন গ্রুপের সম্ভাব্য প্রার্থীসহ জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীরা হতাশায় নিমজ্জিত। ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে রওশনপন্থী প্রার্থী কাজী মামুনুর রশিদের মনোনয়ন বাতিল হওয়ার পর থেকে নেতারা হতাশায় ভুগছেন। কেননা জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী বেগম রওশন এরশাদ দলের কেউই নন। পৃষ্ঠপোষক পদটি সাংগঠনিক না। এর ফলে রওশনপন্থী নেতারা অনেকটা চুপসে গেছেন। যারা এতদিন রওশন এরশাদের কাছে ছিলেন তারা এখন দূরে সরে যাচ্ছেন। ফলে বেগম রওশন এরশাদ একা হয়ে পড়েছেন বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, বেগম রওশন এরশাদ গ্রুপের কেন্দ্রীয় নেতা অর্থাৎ জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির নেতাদের মধ্যে এ এস এম এম আলম দীর্ঘ দিন ধরে কানাডায় অবস্থান করছেন। এম এ গোফরান অসুস্থ র্দীঘদিন ধরে হাসপাতালে ভর্তি। সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব গোলাম মসিহ ও যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু চুপচাপ রয়েছেন। তারাও বেগম রওশন এরশাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও দিক-নির্দেশনায় সন্তুষ্ট নন। সম্প্রতি রওশনপন্থীদের সম্মেলনসহ দলটির কার্যক্রম নিয়ে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে কয়েকজন যুগ্ম-আহ্বায়ক উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। বেগম রওশন এরশাদের ভূমিকায় হতাশা ব্যক্ত করে বৈঠক শেষ করেছেন তারা।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত একজন নেতা জানিয়েছেন, উজানে তরি টেনে নেওয়া যায়। কিন্তু তরি টানার দড়ি ছিঁড়ে গেলে আর সামনে এগুনো যায়। রওশন এরশাদের অবস্থা উজান টানার মতো। তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। সিদ্ধান্তের জন্য বিশেষ দিকে তাকিয়ে থাকেন।

দলটির অপর এক নেতা জানায়, রওশন গ্রুপের পক্ষ থেকে বলা হয়ে থাকে তারা ৪২টি জেলায় জাতীয় পার্টির নতুন কমিটি করেছে। যাদের কমিটিতে নেওয়া হয়েছে তারা জি এম কাদের পক্ষের নেতা-কর্মী। বেগম রওশন এরশাদ শক্তভাবে জাতীয় পার্টির সম্মেলন করে নতুন কমিটি করে সামনে এগুতে চাইলে ওইসব নেতারা তখন রওশন এরশাদের হয়ে যাবে। এখন ৪২টি জেলার নেতাকর্মীরা রওশন এরশাদের দিক-নির্দেশনা না পাওয়ায় দোদুল্যমান অবস্থান রয়েছেন। বর্তমান সংসদ সদস্যরাও একই অবস্থায় রয়েছেন। তারা রাতে দেখা করে রওশন এরশাদের সঙ্গে আর দিনে দেখা করেন জি এম কাদেরের সঙ্গে। তার মতে বেগম রওশন এরশাদের সঙ্গে জি এম কাদেরের গোপনে যোগাযোগ থাকতে পারে। এমন গুঞ্জনও রয়েছে রওশন গ্রুপের মধ্যে।

এ সব বিষয় নিয়ে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু বলেন, ‘আমরা বেগম রওশন এরশাদের নির্দেশের অপেক্ষায় রয়েছি। তিনি নির্দেশ দিলেই জাতীয় পার্টির কাউন্সলের দিন তারিখ ঠিক করা হবে। এ বিষয় ঈদের পর প্রতিনিধি সভায় জাতীয় পার্টির কাউন্সিল করার বিষয়টি আলোচনা হবে।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টির বর্তমান এবং সাবেক অনেক এমপি ও প্রভাবশালী নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে চায়ের টেবিলের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।’

দলটির অপর এক নেতা নাম গোপন রাখার শর্তে বলেন, আপতত দৃষ্টিতে বেগম রওশন এরশাদ একা। কিন্তু বাস্তবে একা নন। তার সঙ্গে জাতীয় পার্টির বড় একটি গ্রুপ রয়েছে। বরং কিছুদিন পরই জি এম কাদের একা হয়ে পড়বেন।’

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় পার্টি জাপা জি এম কাদের রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর