Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা কারও কাছে নতজানু হয় না : শিক্ষামন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৩ ২০:১৮

চাঁদপুর: যে আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কখনো সফল হয় না। বিএনপি সব ঈদের পর আন্দোলনের ডাক দেয়। তারা শুধু হাঁক-ডাকে সীমাবদ্ধতা থাকে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (২৭ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে স্কুল শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বৈদেশিক চাপ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আমরা বীরের জাতি। তাই কোনো চাপের কাছে বাংলাদেশ মাথা নত না করে মাথা উঁচু করে চলবে। বঙ্গবন্ধু বলে গেছেন, বাঙালিরা কারও কাছে নতজানু হতে পারে না।’

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।

সারাবাংলা/একে

টপ নিউজ দীপু মনি শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর