Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনী গৃহযুদ্ধ থামিয়েছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৩ ১৮:৫৪ | আপডেট: ২৭ জুন ২০২৩ ২০:২৫

সামরিক বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতায় রাশিয়ায় বড় আকারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট এবং সুসংহতভাবে কাজ করে আসলে আপনারা একটি গৃহযুদ্ধ থেকে রাশিয়াকে বাঁচিয়েছেন।’ আরটির খবর।

গত শুক্র ও শনিবার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সশস্ত্র বিদ্রোহ ঠেকাতে রুশ সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ভূমিকাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে মঙ্গলবার এক সভার আয়োজন করা হয়। সভায় পুতিন দেশপ্রেমিক সেনা ও কর্মকর্তাদের প্রশংসা করেন।

বিজ্ঞাপন

এসময় পুতিন জানান, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ফ্রন্টলাইন থেকে কোনো ইউনিটকে ফিরিয়ে আনা হয়নি।

প্রেসিডেন্ট পুতিন বিদ্রোহের সময় ওয়াগনার বাহিনীর হাতে নিহত সামরিক পাইলটদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। পুতিন বলেন, ‘কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে সম্মানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন।’

উল্লেখ্য, শুক্রবার রাতে মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক দেন ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিন। তার বাহিনীর উপর রাশিয়ার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর এ কাজে তিনি দায়ী করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে। তিনি মস্কো গিয়ে শোইগুকে শাস্তি দেওয়ার কথাও বলেছিলেন।

বিদ্রোহের ডাক দিয়ে ইউক্রেনের রণক্ষেত্র ছেড়ে মস্কো অভিমুখে অভিযান চালায় ওয়াগনার সেনারা। মস্কো পৌঁছানোর পথে ওয়াগনারদের উপর একাধিক বিমান হামলা চালায় রুশ সামরিক বাহিনী। এসময় পাল্টা হামলায় রুশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় অভিযান বাতিল করেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। তার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে প্রিগোজিন বলেন, বড় রক্তপাত এড়াতে তিনি অভিযান বাতিল করেন।

সারাবাংলা/আইই

ওয়াগনার টপ নিউজ ভ্লাদিমির পুতিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর