Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু রোধে শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৩ ১৫:৩১

ঢাকা: মশাবাহিত রোগ প্রতিরোধে দেশের সব অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদুল আজহার ছুটির আগে ও পরে খোলার সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্ন করতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত রোববার (২৫ জুন) মন্ত্রণালয় থেকে এক সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। সেখানে বলা হয়, সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয় অথবা বিভাগ এবং দফতর কিংবা সংস্থার কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে গত ২২ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে দ্বিতীয় আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ওই সভায় স্থানীয় সরকার মন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সব মন্ত্রণালয় বা বিভাগ নিজ উদ্যোগে তাদের অধীনস্থ দফতর কিংবা সংস্থার আওতাধীন প্রতিষ্ঠানগুলো মশাবাহিত রোগ, বিশেষ করে এডিস মশার প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে এডিস মশার লার্ভা জন্মদান করতে না পরে, সে জন্য ঈদুল আজহার ছুটির পরবর্তী অফিস এবং বিদ্যালয় খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।

আরও বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর