পাটুরিয়া ঘাটে যানবাহন কম, চাপ বেশি যাত্রীদের
২৭ জুন ২০২৩ ১৪:০০ | আপডেট: ২৭ জুন ২০২৩ ১৫:৫৬
মানিকগঞ্জ: ঈদের আর একদিন বাকি থাকলেও পাটুরিয়া ঘাটে নেই যানবাহনের চাপ। মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে ফেরি পারাপারের যানবাহন কম থাকলেও যাত্রীদের চাপ রয়েছে ঘাট এলাকায়। তবে কোনো ধরনের ভোগান্তির খবর পাওয়া যায়নি। ঈদে স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি ঘরমুখী মানুষজন। তবে পদ্মা নদীতে স্রোত থাকায় ফেরিগুলো খুব ধীরগতিতে চলছে। এতে পারাপারে সময় লাগছে দ্বিগুণ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের ঈদ যাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ১৮টি এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তবে নদীতে পানি বাড়ায় বেশ স্রোত রয়েছে। এ কারণে স্বাভাবিক অবস্থার তুলনায় বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলে ২০ মিনিটের মতো সময় বেশি লাগছে। একই কারণে আরিচা-কাজিরহাট নৌপথেও সময় বেশি লাগছে। নদীতে পানি বাড়ায় পাটুরিয়া ও আরিচার সব কটি ঘাটের পন্টুন নিম্নস্তর থেকে মধ্যম স্তরে ওঠানো হয়েছে।
এছাড়া ফেরিতে কোরবানির পশুবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পারাপার করা হচ্ছে অগ্রধিকার ভিত্তিতে। দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে কোরবানির পশুবাহী গাড়ি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি পার হচ্ছে। ঢাকা ও আশপাশের এলাকার হাটে নেওয়া হচ্ছে এসব পশু। আবার হাটে পশুগুলো পৌঁছে দিয়ে খালি গাড়ি পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ দিয়ে গন্তব্যে যাচ্ছে।
ঈদের তিনদিন আগে ও তিনদিন পরে সাধারণ পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকার সিদ্ধান্ত হওয়ায় মঙ্গলবার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ট্রাক চলাচল বন্ধ থাকবে। তবে যাত্রীবাহী বাস, কোরবানির পশুবাহী ট্রাক ও পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার স্বাভাবিক আছে।
পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল বলেন, ‘লঞ্চঘাটে যাত্রীর চাপ মঙ্গলবার সকাল থেকেই বেশি। নদীতে স্রোত থাকায় যাত্রীরা ফেরিতে উঠেই নদী পারাপার হতে স্বাচ্ছন্দ বোধ করছেন। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২২টি এবং আরিচা-কাজিরহাট নৌপথ পারাপারে ১০টি লঞ্চ চলাচল করছে।’
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পারাপার হওয়া যানবাহনের চাপ প্রায় অর্ধেক কমে গেছে। তবে কোরবানির পশুবাহী গাড়ির কিছুটা চাপ আছে। তবে ঘাটে আসার পর অনায়াসেই নৌপথ পারাপার হতে পারছে। এবারের ঈদযাত্রায় পর্যাপ্ত ফেরি থাকায় যাত্রীদের কোনো ভোগান্তি পোহাতে হবে না।’
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকাল থেকেই যানবাহনের চাইতে যাত্রীর চাপ ফেরিঘাটে সবচেয়ে বেশি। এছাড়া পাটুরিয়া-দৌলোদিয়া রুট পারাপার হওয়ার জন্য ছোট গাড়ি অর্থাৎ প্রাইভেটকার ও মাইক্রোবাসের সংখ্যাও ক্রমেই বেড়ে চলেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীদের চাপ বাড়তে পারে।’
সারাবাংলা/আরএ/এনএস