Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেট পরবর্তী নৈশভোজে প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৩ ০৯:১১ | আপডেট: ২৭ জুন ২০২৩ ১০:৫৭

ঢাকা: সংসদে বাজেট পাসের পর অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই নৈশভোজের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে অর্থমন্ত্রী সেখানে তাকে স্বাগত জানান। পরে শেখ হাসিনা অর্থমন্ত্রীর সঙ্গে বিভিন্ন টেবিল ঘুরে সাংবাদিকসহ অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় সংসদের স্পিকার, সংসদ উপনেতা, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় সংসদ আজ ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পাস করেছে। ২০২৩-২৪ অর্থবছরের জন্য এই জাতীয় বাজেট ১ জুলাই থেকে কার্যকর হবে।

সারাবাংলা/জিএস/এমও

নৈশভোজ প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর