Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনো বোনাস হয়নি পোশাকসহ ৭২৮টি শিল্পকারখানায়

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৩ ২১:৩০ | আপডেট: ২৭ জুন ২০২৩ ১২:২১

ফাইল ছবি: পোশাক কারখানা

ঢাকা: এখনো বোনাস হয়নি পোশাকসহ ২৩ শতাংশের বেশি শিল্পকারখানায়। অর্থাৎ এখন পর্যন্ত ৭২৮টি কারখানার শ্রমিক বোনাস পায়নি।

সোমবার (২৬ জুন) শিল্প পুলিশের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। এদিন রাত ৮টার পর এ তথ্য প্রকাশ করেছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের তথ্যানুযায়ী, দেশের ৩ হাজার ১৬৪টি কারখানার মধ্যে বোনাস হয়েছে ২ হাজার ৪৩৬টিতে। এখনো বোনাস হয়নি ৭২৮টির। বোনাস বকেয়া রয়েছে বিজিএমইএর ৪২৪টি, বিকেএমইএর ১৫৫টিতে, বিটিএমএর ৯৪টি, বেপজার ১৫টিসহ আরও কিছু শিল্পকারাখানায়।

শিল্প পুলিশ আরও জানায়, এখনো মে মাসের বেতন বাকি রয়েছে ১০৩ টি কারখানার। এর মধ্যে বিজিএমইএর ৫৮টি, বিকেএমইএর ২৮টি, বিটিএমএর ১৫টি ও বেপজার ২টি কারখানায় মে মাসের বেতন বাকি রয়েছে। আর জুন মাসের ১৫ দিনের বেতন হয়েছে মাত্র ২০ শতাংশ কারখানায়।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বোনাস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর