ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৩ ১৮:৫২ | আপডেট: ২৬ জুন ২০২৩ ১৯:০১
২৬ জুন ২০২৩ ১৮:৫২ | আপডেট: ২৬ জুন ২০২৩ ১৯:০১
ঢাকা: রাজধানীর ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় সবুজ (১৮) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। এসময় জিহাদ (১৮) নামে আরেকজন আহত হন।
সোমবার (২৬ জুন) বিকাল ৪টার দিকে ডেমরা সুলতানা কামাল ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সবুজ।
ডেমড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, সুলতানা কামাল ব্রিজে পাশে রাস্তায় মোটরসাইকেলটি ঘোরানোর সময় একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে মোটরাসাইকেল থেকে ছিটকে পড়ে সবুজ নামে ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়। আর আহত জিহাদকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, ঘটনার পরপরই সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় এবং কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো ট-২৪-৫৩৭৪) জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহযোগী পালিয়ে গেছে।
সারাবাংলা/এসএসআর/এমও