Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্যোগ মোকাবিলায় ডিএসসিসি’র ‘জরুরি পরিচালন কেন্দ্র’ চালু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৩ ১৮:৩৯

ঢাকা: যেকোনো দুর্যোগে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে জরুরি পরিচালন কেন্দ্র চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (২৬ জুন) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষ্যা হলে জরুরি পরিচালন কেন্দ্রসহ দুর্যোগ মোকাবিলায় পাঁচটি কেন্দ্র উদ্বোধন করেন মেয়র শেখ ফজলে নুর তাপস।

ঢাকা দক্ষিণের নগর ভবনে দুর্যোগ মোকাবেলায় ‘জরুরি পরিচালন কেন্দ্র’ ছাড়াও নগর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, নগর উপাত্ত কেন্দ্র (City Data Centre), নিরাপত্তা ও অন্তর্জাল কেন্দ্র (Security and Network Operation Centre) এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (Intensive Surveillance Centre) উদ্বোধন করা হয়।

এসময় মেয়র বলেন, ‘এই উদ্যোগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে স্মার্ট ঢাকা হিসেবে বাস্তবায়নকে নতুন ধাপে উন্নীত করেছে। অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে এই জরুরি পরিচালন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে রিয়েল টাইম অর্থাৎ দুর্যোগ সংক্রান্ত সকল তথ্য তাৎক্ষণিকভাবে আমরা পেয়ে যাবো। আজ এই কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় স্বয়ংসম্পূর্ণতার পথে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম।’

মেয়র তাপস দুর্যোগ মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ জন কাউন্সিলরের সমন্বয়ে স্থায়ী কমিটি গঠন, প্রতিটি ওয়ার্ড থেকে ২০০ জন স্বেচ্ছাসেবী নিয়ে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন এবং তাদেরকে জরুরি পরিচালন কেন্দ্রে সন্নিবেশিত জিআইএস-ভিত্তিক এপিকে (APK) এর আওতায় নিয়ে এসে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান।

ডিএসসিসির সিস্টেম এনালিস্ট মো. আবু তৈয়ব রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ‘আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট’ এর প্রকল্প পরিচালক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, উপ-প্রকল্প পরিচালক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/এমও

জরুরি পরিচালন কেন্দ্র ডিএসসিসি দুর্যোগ মোকাবিলা

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর