পুলিশকে চোরাই মোবাইল বিক্রেতার নাম বলায় দর্জিকে কোপ
২৬ জুন ২০২৩ ১৬:১৭ | আপডেট: ২৬ জুন ২০২৩ ১৭:১৭
ঢাকা: চোরাই মোবাইল কেনার পর আইনি জটিলতা এড়াতে পুলিশের কাছে বিক্রেতার নাম বলায় এক দর্জি কারিগরকে কুপিয়ে জখম করেছেন চোর চক্রের সদস্যরা।
রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল রোডে সোমবার (২৬ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।
চোর চক্রের সদস্যদের কোপে গুরুতর জখম সোহাগকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
আহত সোহাগের বড় বোন পারভীন আক্তার বলেন, ‘তরণী টেইলার্সটি আমাদের। সোহাগ সেখানে কাটিং মাস্টারের কাজ করে। ওই দোকানে সোহাগের সঙ্গে আরও দুইজন কর্মচারীও আছে।’
পারভীন জানান, তিনদিন আগে সাগর নামে এক যুবকের কাছ থেকে সোহাগ একটি চোরাই মোবাইল কেনে। সেইদিনই পুলিশ মোবাইল ট্র্যাকিং করে টেইলার্সে এসে সোহাগকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তখন সোহাগ পুলিশকে বলে দেয়, সাগর নামে এক যুবকের কাছ থেকে সে মোবাইলটি কিনেছে। এর জের ধরে চোর চক্রের সদস্য সাগর ও সিরাজ দুপুরে দোকানে এসে সোহাগকে কোপাতে থাকে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
দোকানে থাকা দুই কর্মচারী সোহাগকে জখম অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, সোহাগের ডান হাতে ও পিঠের পাশে আঘাত রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
সারাবাংলা/এসএসআর/একে