Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধ মামলার দুই আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৩ ২১:১২ | আপডেট: ২৫ জুন ২০২৩ ২১:১৩

ময়মনসিংহ: ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ জুন) বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা এ কথা জানান।

তিনি জানান, ময়মনসিংহ সদরের তিনকোনা পুকুর পাড় ও ঈশ্বরগঞ্জের সোহাগী থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।’

আসামিরা ১৯৭১ সালে সাধারণ মানুষের ওপর অমানুষিক নিযার্তন করে অসংখ্য নিরীহ মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়। এ ছাড়া বাড়িতে থাকা সম্পদ লুণ্ঠন, নারী ধর্ষণ ও হত্যাসহ জঘন্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এই দুই আসামিকে সোমবার আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/একে

টপ নিউজ ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর