কাঁচামরিচ-টমেটো আমদানির অনুমতি, কমতে পারে দাম
সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৩ ২০:৫৯
২৫ জুন ২০২৩ ২০:৫৯
ঢাকা: দেশের বাইরে থেকে কাঁচামরিচ ও টমেটো আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এতে দাম কমতে পারে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
রোববার (২৫ জুন) এই অনুমতি দেওয়া হয় বলে কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে কাঁচামরিচ ও টমেটো আমদানির অনুমতি বা আইপি দেওয়া হচ্ছে। ৩০টি আইপিতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে ১১ হাজার ৬০০ টন। এ ছাড়া ৬৮টি আইপিতে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
জানা গেছে, রোববার ঢাকার বিভিন্ন বাজারে ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। আর টমেটো বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি।
ক্রেতারা বলছেন, আমদানি করলেই কি কাঁচামরিচ ও টমেটোর দাম কমবে? পেঁয়াজ আমদানির পরও তো দাম কমেনি। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি আরও বাড়ানো উচিত।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম