‘ডিএসসিসির নতুন ১৮ ওয়ার্ডে সড়ক হবে ড্যাপ অনুযায়ী’
২৫ জুন ২০২৩ ১৭:১০ | আপডেট: ২৫ জুন ২০২৩ ১৮:১১
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন নতুন ১৮ ওয়ার্ডের সড়ক অন্তর্জাল (নেটওয়ার্ক) সৃষ্টি করা হবে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুসরণ করে। রোববার (২৫ জুন) গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস
ডেমরার কয়েতপাড়া এলাকায় ৭০ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে মেয়র গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন।
মেয়র বলেন, ‘আমরা পরিকল্পিত নগরায়নের দিকে নজর দিয়েছি। এ জন্য মহাপরিকল্পনা প্রণয়ন করছি। এরইমধ্যে বিশদ অঞ্চল পরিকল্পনায় তা (ড্যাপে) অন্তর্ভুক্ত হয়েছে। সেটিকে অবলম্বন করে আমাদের নতুন ১৮টি ওয়ার্ডের পুরো সড়ক ব্যবস্থাপনা বা সড়ক অন্তর্জাল (নেটওয়ার্ক) সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রমের প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছি। আগামী অর্থবছরে এ নতুন ১৮টি এলাকায় বিশদ অঞ্চল পরিকল্পনায় যে সড়কগুলো চিহ্নিত আছে, সেগুলোর প্রশস্ততা এবং আরএসটিপি’র মাধ্যমে যেভাবে চিহ্নিত আছে তা পরিকল্পনার আওতায় নিয়ে এসেছি।’
রাজস্ব আয় বাড়ার কারণে নতুন ১৮ ওয়ার্ডের জন্যও নিজস্ব অর্থায়নে অনেক কাজ করা সম্ভব হবে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আজকে পর্যন্ত এক হাজার কোটি টাকার ঊর্ধ্বে (রাজস্ব) আয় করেছে। সুতরাং এ কার্যক্রমগুলো (সড়ক প্রশস্তকরণ, নতুন সড়ক নির্মাণ) করতে এখন আমরা সাবলম্বী। নিজস্ব অর্থায়নে আমরা এখন অনেক কাজ এগিয়ে নিতে পারব। সে পরিপ্রেক্ষিতে আমাদের আসন্ন অর্থবছরের বাজেটে ১৮টি ওয়ার্ডে সড়ক অন্তর্জাল (নেটওয়ার্ক) সৃষ্টি করতে আমরা আলাদা বাজেট রাখব। এই কাজগুলো আগামী অর্থবছরের মধ্যেই আমরা যেন দ্রুত শেষ করতে পারি।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আর ১২টি ওয়ার্ডের বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ বাকি আছে জানিয়ে মেয়র বলেন, ‘ধাপে ধাপে সব ওয়ার্ডের জন্যই বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণের কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে।’
এ সময় অন্যান্যের ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো, নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ শফিউল্লাহ সিদ্দিক ভুইয়া, কাউন্সিলরদের মধ্যে ৭০ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আতিকুর রহমান, ৬৯ নম্বর ওয়ার্ডের সালাহউদ্দিন আহমেদ এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা খান ও মাহফুজা আক্তার হিমেল উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আরএফ/একে