Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ম্যাংগো স্পেশাল ট্রেনে’ হচ্ছে কোরবানির পশু পরিবহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৩ ২০:৩৫

চাঁপাইনবাবগঞ্জ: কোরবানির পশু পরিবহন শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচল করা ‘ম্যাংগো স্পেশাল ট্রেনে’র সঙ্গে দু’টি বগি যুক্ত করে কোরবানির পশু পরিবহন করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে কোরবানির পশুবাহী বিশেষ ক্যাটেল ট্রেন শনিবার (২৪ জুন) সন্ধ্যায় রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচল করা ম্যাংগো স্পেশাল ট্রেনের সাথে দু’টি বগি যুক্ত করে কোরবানির পশু পরিবহন করা হচ্ছে। প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে গরু ও ছাগল মিলিয়ে ৪০টি কোরবানির পশু নিয়ে যাওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

চাঁপাইনবাবগঞ্জ পশু পরিবহন ম্যাংগো স্পেশাল ট্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর