Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্রোহীদের দমনে চেচেনরা প্রস্তুত: রমজান কাদিরভ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৩ ১৬:৪৪ | আপডেট: ২৪ জুন ২০২৩ ২১:০৬

চেচেন জনগোষ্ঠীর নেতা রমজান কাদিরভ ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহীদের চূর্ণ করার কথা বলেছেন। তিনি ওয়াগনার গ্রুপের বিদ্রোহকে ‘পিঠে ছুরিকাঘাত’ বলে বর্ণনা করেছেন। কাদিরভ সকল প্রশ্নে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় রমজান কাদিরভ বলেন, ‘আমি দেশপ্রেমিক যোদ্ধাদের প্রতি আবেদন করছি, আমরা কোনো উস্কানিতে পা দেবেন না।’

বিজ্ঞাপন

কাদিরভ বলেন, ‘আমাদের রাষ্ট্রের সুরক্ষা এবং রাশিয়ান সমাজের সংহতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ তিনি জানান, রুশ সেনাবাহিনীতে চেচেন যোদ্ধারা ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ এলাকায় পৌঁছে গেছে।

ওই টেলিগ্রাম পোস্টের শেষ বাক্যে কাদিরভ বলেন, ‘বিদ্রোহ অবশ্যই দমন করতে হবে। যদি কঠোর কোনো পদক্ষেপ নিতে হয়, আমরা প্রস্তুত।’

এর আগে, শুক্রবার রাতে মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক দেন ওয়াগনার প্রধান ইভজেনি প্রিগোজিন। তার বাহিনীর উপর রাশিয়ার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ওই হামলায় ২ হাজার ওয়াগনার সেনা নিহত হয়েছে বলে দাবি করেন প্রিগোজিন।  যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন অভিযোগ অস্বীকার করেছে।

ওয়াগনার গ্রুপের এই বিদ্রোহে যে কোনো মূল্যে দমন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন 

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

টপ নিউজ রমজান কাদিরভ

বিজ্ঞাপন

গ্যাস সংকট থাকতে পারে আরও ৪ দিন
৯ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯

আরো

সম্পর্কিত খবর