Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. সংযুক্তার নিবন্ধন নবায়নের আবেদন ‘স্থগিত’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৩ ২২:৩৭ | আপডেট: ২৪ জুন ২০২৩ ১০:২২

ঢাকা: ২০১০ সালে মেয়াদ শেষ হয়ে গেলেও সম্প্রতি নিবন্ধন নবায়ন করতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) আবেদন করেছেন গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহা। তবে আবেদন বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া হবে না জানিয়ে তা স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে বিএমডিসির আইনশৃঙ্খলা কমিটি। যদিও বিএমডিসি ওয়েবসাইটে ডা. সংযুক্ত সাহার নিবন্ধন আপডেট দেখাচ্ছে।

শুক্রবার (২৩ জুন) বিএমডিসির আইনশৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. সংযুক্তা সাহার নিবন্ধন নবায়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহতেশামুল হক বলেন, তিনি নিবন্ধন নবায়নের জন্য আবেদন করেছেন। তবে আবেদনের বিষয়ে এখনই সিদ্ধান্ত নয়, তার নিবন্ধন নবায়নের বিষয়টি ‘আপ হেল্ড’ করে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘ডাক্তার সংযুক্ত সাহার নিবন্ধন নেই বিষয়টি এমন নয়। তিনি বিএমডিসির নিবন্ধন করেছিলেন কিন্তু ২০১০ সালের পর নবায়ন করেননি। তিনি নবায়নের জন্য অতি সম্প্রতি দুই একদিনের মধ্যে আবেদন করেছেন। তার আবেদন বর্তমানে স্থগিত করে রেখেছি। আমরা দেখব, এই বিষয়ে আমাদের আইনে কী রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

এদিন বিএমডিসিতে আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত বিষয়ে বিএমএ মহাসচিব বলেন, ‘গত ১৮ জুন সেন্ট্রাল হাসপাতালে যে দুর্ঘটনাটি ঘটেছে এবং সে বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য উঠে এসেছে, সেগুলো বিএমডিসির নির্বাহী কমিটির দৃষ্টি আকর্ষণ করতে চাই। নির্বাহী কমিটি যদি সেই বিষয়ে কোনো করণীয় প্রয়োজন মনে করেন, তাহলে তারা সেটা করবেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের কাছে যে অভিযোগগুলো আসে একটি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোর সমাধান করে থাকি। সেখানে যদি কোনো আইনের ব্যত্যয় পাওয়া যায়, তাহলে সে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে রোগীদের নিয়ে ডা. সংযুক্তা সাহার বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা প্রসঙ্গে ডা. দুলাল বলেন, ‘অপারেশন থিয়েটার থেকে লাইভে এসে প্রচারণা সম্পূর্ণ অনৈতিক। ডা. সংযুক্তা সম্পূর্ণ অনৈতিক কাজ করেছেন। তিনি সেখান থেকে ফেসবুক লাইভে আসতে পারেন না।’

চিকিৎসকদের ফেসবুকে বিভিন্ন ধরনের প্রচারণার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো চিকিৎসকই রোগীর কনসার্ন ছাড়া তার ভিডিও প্রকাশ করতে পারেন না। এক্ষেত্রে সংযুক্তা সাহা যা করেছে তা সম্পূর্ণ অনৈতিক।’

সারাবাংলা/এসবি/এনএস

টপ নিউজ ডা. সংযুক্তা সাহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর