Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরাফাতের নির্বাচন পরিচালনা কমিটির দফতর সমন্বয়ক উইলিয়াম প্রলয়

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৩ ২৩:৪৭

ঢাকা: ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাতের নির্বাচনি পরিচালনা কমিটির দফতর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি।

বৃহস্পতিবার (২২ জুন) নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাইকেল চৌধুরীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। ঢাকা-১৭ উপনির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি আংশিক এই কমিটি অনুমোদন করেছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ইতোপূর্বে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন, ঢাকা-১০ আসনের উপনির্বাচন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে উইলিয়াম প্রলয় সমদ্দার দফতর সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনআর/পিটিএম

উইলিয়াম প্রলয় সমদ্দার (বাপ্পি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর