নরসিংদীতে প্রাইভেটকারের চাপায় ব্যবসায়ী নিহত
২২ জুন ২০২৩ ১৫:১২ | আপডেট: ২২ জুন ২০২৩ ১৫:১৩
নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে প্রাইভেটকারের চাপায় কাজল মিয়া (৫০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) ভোরে উপজেলার চালাকচর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত কাজল মিয়া উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত মান্নানের ছেলে। তিনি চালাকচর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।
নিহতের প্রতিবেশি মো. নয়ন মিয়া জানান, বৃহস্পতিবার ভোরে ঈদকে সামনে রেখে বাবুর হাট থেকে কাপড় কেনার জন্য কাজল মিয়া বাড়ি থেকে রওনা হয়ে চালাকচর যান। চালাকচর বাসস্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি ট্রাক এবং প্রাইভেটকার বিপরীত দিক থেকে ক্রস করতে গিয়ে প্রাইভেটকারটি কাজল মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাজল মিয়া মারা যান।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, অজ্ঞাতনামা প্রাইভেটকারের চাপায় কাজল মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারাবাংলা/ইআ