হিলির ৩ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার
২২ জুন ২০২৩ ১০:৪৮ | আপডেট: ২২ জুন ২০২৩ ১০:৫৪
হিলি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ হিলিতে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এতে খুশি সীমান্তবর্তী নিম্ন আয়ের মানুষরা।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৯টায় হাকিমপুর পৌরসভায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভা মেয়র জামিল হোসেন চলন্ত।
চাল বিতরণ কার্যক্রম সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিন হাজার ৮১টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরাদ্দকৃত হাকিমপুর পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ তিন হাজার ৮১ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
অতি দারিদ্র্যের জন্য সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/ইআ