Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খায়রুজ্জামান লিটন ফের রাজশাহীর মেয়র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৩ ২১:১২ | আপডেট: ২১ জুন ২০২৩ ২২:৩২

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ফের বিজয়ী হয়েছেন এএইচএম খায়রুজ্জামান লিটন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি প্রায় দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

বুধবার (২১ জুন) রাত নয়টার দিকে রাজশাহী শিল্পকলার একাডেমি মিলনায়তনে রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশর প্রার্থী মুরশিদ আলম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৮৪ ভোট। জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার সুপ্ত গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট।

রিটার্নিং কর্মকর্তা জানান, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। ভোট পড়েছে ১ লাখ ৯৫ হাজার ৭৫৮টি। মোট ভোটারের ৫৬ দশমিক ২০ শতাংশ ভোট দিয়েছেন।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে চার মেয়র প্রার্থীর পাশাপাশি ৩০ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১২ জন ও ১০ টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নগরীর ৩০টি ওয়ার্ডে ১৫৫ ভোটকেন্দ্রের ১ হাজার ১৩২টি ভোটকক্ষে ভোট অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/পিটিএম

এএইচএম খায়রুজ্জামান লিটন নির্বাচন রাজশাহী সিটি করপোরেশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর