Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ইয়োগা দিবস উদযাপন

সারাবাংলা ডেস্ক
২১ জুন ২০২৩ ১৯:২২

ঢাকা: নবম আন্তর্জাতিক ইয়োগা দিবস-২০২৩ উদযাপন করেছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ব্যস্ততম নগরজীবনে স্বস্তি ও প্রশান্তি আনতে এ আয়োজন করে বিশ্ববিদ্যালয়।

বুধবার (২১ জুন) সকালে রাজধানীর বাংলামটরে হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ের ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে শরীর ও মনকে সুস্থ রাখতে ইয়োগা’র প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

এ সময় ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, সুস্থ দেহ সুন্দর মন, কথাটা সর্বাংশেই সত্য। দৈহিক সুস্থতার কোনো বিকল্প নেই। একটা নীরোগ সতেজ কর্মঠ দেহের সঙ্গে সুন্দর মনের বন্ধন ঘটলেই কেবল কাঙ্ক্ষিত শান্তিময় জীবনের নিশ্চয়তা মেলে। ইয়োগার অর্থ হচ্ছে শরীর ও মনের যোগ। এই ইয়োগার মাধ্যমে আমরা নিজেদের সুস্থ রেখে নিজ নিজ কর্মক্ষেত্রে আরও উদ্যোগী হতে পারি।

সারাবাংলা/এনএস

ইয়োগা দিবস হামদর্দ হামদর্দ বিশ্ববিদ্যালয়