বিশ্বে এককভাবে নির্ভরশীল থাকার যুগ চলে যাচ্ছে: প্রধানমন্ত্রী
২১ জুন ২০২৩ ১৫:৪৬ | আপডেট: ২১ জুন ২০২৩ ১৬:৪৬
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে এককভাবে নির্ভরশীল থাকার যুগ আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা চাচ্ছি আন্তর্জাতিক পর্যায়ের কোনো একটার ওপর যেন নির্ভরশীলতা না হয়। অন্যান্য দেশের সঙ্গেও যেন আমাদের অর্থ বিনিময়ের সুযোগ থাকে। যেখানে সুবিধা হবে সেখানে আমরা সম্পৃক্ত হব। যেটা আমার দেশের জন্য কল্যাণকর হবে, সেটাই করব।
বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সম্প্রতি সুইজারল্যান্ডে প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট এবং কাতার ইকনোমিক ফোরামে অংশগ্রহণ সম্পর্কিত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সফর নিয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান তিনি।
প্রধানমন্ত্রী গত ১৪ থেকে ১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগ দেন। এরপর গত ১৩ জুন সুইজারল্যান্ডের জেনেভায় যান তিনি। গত ১৭ জুন সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফেরেন তিনি। এর আগে, গত ২৩ থেকে ২৫ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন প্রধানমন্ত্রী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক যে সংকট হয়েছে তাতে ব্রিকসে যোগদান কতটুকু প্রশমিত করবে? পাশাপাশি আন্তর্জাতিক কোনো মুদ্রা চালু করার সিদ্ধান্ত আছে কি না?— এমন প্রশ্নের উত্তরে হাস্যরসে প্রধানমন্ত্রী বলেন, ‘ভাই, আদার ব্যাপারী জাহাজের খবর নিতে বলছেন?’
তিনি বলেন, ‘এটা বড় ও ধনী দেশ, উন্নত দেশ তারাই করে। তবে ব্রিকসে আমরা যোগ দেব। কারণ, প্রথম যখন ব্রিকস প্রস্তুতি নেয় তখন থেকে এর সঙ্গে ছিলাম, আছি। আমরা একদম ফাউন্ডার মেব্বার হতে পারিনি। এখন চেয়েছি সেটার সদস্য হতে। আমরা চাচ্ছি, আন্তর্জাতিক পর্যায়ে কোনো একটার উপরে যেন নির্ভরশীলতা না হয়। অন্যান্য দেশের সঙ্গে যেন আমাদের অর্থ বিনিময়ের সুযোগ থাকে। আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো সহজে ক্রয় করতে পারি। দেশের মানুষের কষ্ট লাঘব করতে পারি। এসব বিবেচনা করেই ব্রিকসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
শেখ হাসিনা আরও বলেন, বিকল্প কোনো আর্থিক প্রতিষ্ঠান বা অর্থ ব্যবহারের ব্যবস্থা কেউ যদি নেয় আমরা তার সঙ্গে আছি। ইতোমধ্যে কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছি, আমাদের নিজস্ব অর্থের বিনিময়ে যেন ক্রয়-বিক্রয় করতে পারি। ইতোমধ্যে সেই পদক্ষেপ নিয়েছি। শুধুমাত্র ডলারের উপর নির্ভরশীল না। নিজেদের অর্থে বিভিন্ন দেশের সঙ্গে বিনিময়টা করতে পারি, কেনাবেচা করতে পারি— এ বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া আছে। যখন এটা ভালোভাবে কার্যকর হবে, তখন দেখতে পারবেন।’
বিশ্বে নতুন আন্তর্জাতিক মুদ্রা সৃষ্টির প্রসঙ্গে সরকার প্রধান বলেন, বিশ্বে ডলারও চলে, ইউরোপিয়ান কান্ট্রিতে তারা ইউরো দিয়ে চালায়। এরকম বিভিন্ন ক্ষেত্রে আছে। আমাদের যেখানে সুবিধা হবে আমরা সেখানে সম্পৃক্ত হব। যেটা দেশের জন্য কল্যাণকর হবে সেটাই করব। এককভাবে নির্ভরশীল থাকার যুগ আস্তে আস্তে চলে যাচ্ছে, এটা বাস্তবতা। তবে সেটা এখনো সেভাবে তৈরি হয়নি। যদি হয়, তখন আমরা বিবেচনা করব।’
সারাবাংলা/এনআর/এনএস