Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলেশা মার্টের চেয়ারম্যানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৩ ১২:৫২

ঢাকা: বনানী থানায় দায়ের করা মানি লন্ডারিং আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদারসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ জুন) সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। পাশাপাশি তাদের সম্পত্তি ফ্রিজের আদেশও দেওয়া হয়েছে।

বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও সম্পত্তি ফ্রিজের আদেশ হওয়া অপর তিনজন হলেন- সাদিয়া চৌধুরী, আবুল কাশেম মটর সাইকেল সরবরাহকারক ও মো. আল মামুন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইনান্সিয়াল ক্রাইমেরর পুলিশ পরিদর্শক (নি.) মো. মনিরুজ্জামান এ আবেদন করেছিলেন।

গত মে মাসে আসামিদের বিরুদ্ধে বনানী থানায় মামলাটি দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/ইআ

আলেশা মার্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর