কোস্টগার্ড বহরের আধুনিক ৫ নৌযান উদ্বোধন প্রধানমন্ত্রীর
২১ জুন ২০২৩ ১১:১৪ | আপডেট: ২১ জুন ২০২৩ ১২:৪৮
ঢাকা: বাংলাদেশে নির্মিত নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত নতুন পাঁচটি জাহাজ যুক্ত হল বাংলাদেশ কোস্টগার্ড বহরে। নতুন যোগ যাওয়া এই পাঁচটি জাহাজের দুটি ইনসোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট এবং একটি ফ্লোটিং ক্রেন।
বুধবার (২১ জুন) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড জেটিতে এই পাঁচটি জাহাজের উদ্বোধন করেন। চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ডের জেটিতে কমিশনিং করা পাঁচটি জাহাজের নাম ‘বিসিজিএস জয় বাংলা’, ‘বিসিজিএস অপূর্ব বাংলা’, ‘বিসিজিটি প্রত্যয়’, ‘বিসিজিটি প্রমত্ত’ এবং ‘বিসিজিএফসি শক্তি’।
বাংলাদেশ কোস্টগার্ডের এই পাঁচটি নতুন জাহাজের কমিশনিং উদ্বোধন ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।
নতুন জাহাজগুলো আল্ট্রামডার্ন মেশিনারি, সেন্সর এবং নজরদারি রাডার দিয়ে সজ্জিত করা হয়েছে। অভ্যন্তরীণ টহল জাহাজে তিনটি স্বয়ংক্রিয় কামান রয়েছে, যা নিজেদের রক্ষা করতে এবং অপারেশনাল কার্যক্রম চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সংশ্লিষ্টরা জানান। জাহাজগুলোর নজরদারি ক্ষমতা ৯৬ নটিক্যাল মাইল এবং কামানের রেঞ্জ চার কিলোমিটার। জাহাজগুলো এ রেঞ্জের মধ্যে অন্যান্য জাহাজ, অপরাধী বা শত্রুর মতো যেকোনো কিছু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হবে। কামানগুলো বিসিজিকে অপারেশনাল কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করবে।
এ পাঁচটি জাহাজ চালু হওয়ার সঙ্গে সঙ্গে বিসিজির অপারেশনাল কার্যক্রম ত্বরান্বিত হবে এবং বহির্নোঙ্গরে বাণিজ্যিক জাহাজে চোরাচালান রোধ, সমুদ্রপথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণ, সীমান্তে টহল এবং প্রাকৃতিক দুর্যোগ এবং সামুদ্রিক দুর্ঘটনার ক্ষেত্রে উদ্ধার অভিযান পরিচালনায় সহজ করবে।
সারাবাংলা/এনআর/ইআ