Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: কৃষিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৩ ০০:০৩

ফাইল ছবি

টাঙ্গাইল: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যে দেশে সব সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করবে। মঙ্গলবার (২০ জুন) টাঙ্গাইলের মধুপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ হলো ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দল। কেউ যদি আঘাত করতে আসে, জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হিন্দু ভাইদের পাশে থাকব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বানিয়েছি। আমাদের মধ্যে যে সম্পর্ক, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। যে সম্পর্ক গড়ে উঠেছে, এটা অক্ষুন্ন থাকবে।’

এ সময় কৃষিমন্ত্রী মধুপুরের নিত্যানন্দ সেবা আশ্রম পরিদর্শন করে। মধুপুরের হিন্দু সম্প্রদায়ের লোকেরা রথযাত্রায় তাদের নানা বয়সের মানুষ অংশ নেয়। রথযাত্রা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার সেবা আশ্রম থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যষ্ঠিনা নকরেক, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম, মহিষমারা ইউনিয়নের চেয়ারম্যান মহির উদ্দিন, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর মান্নান প্রমুখ।

কৃষিমন্ত্রী পরে মধুপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হল রুমে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

কৃষিমন্ত্রী

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর