Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাম্প্রদায়িক অপশক্তি যেন আর ক্ষমতায় আসতে না পারে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৩ ২২:০১

চট্টগ্রাম ব্যুরো : সাম্প্রদায়িক অপশক্তি যাতে আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে সেজন্য জাতি-ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের সমর্থন চেয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে নগরীর নন্দনকাননন বৌদ্ধ মন্দির মোড়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘রথযাত্রা বাঙালি হিন্দুদের চিরায়ত সংস্কৃতি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে থেকে সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই চট্টগ্রামে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখেছি। এই রথযাত্রা আমরা একসঙ্গে সবাই মিলে করছি। সামনে ঈদুল আজহাও আমরা সবাই মিলেমিশে উদযাপন করব।’

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমরা সবাই মিলে শপথ নেব, যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা অন্যান্য ধর্মাবলম্বীদের জায়গা-জমি দখল করে, যারা ধর্মে-ধর্মে মানুষে-মানুষের বিভাজন সৃষ্টি করে, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার বিরুদ্ধে অবস্থান নেয়, আজকের সমাবেশ থেকে তাদের শক্ত বার্তা দিতে চাই- আমরা আপনাদের প্রতিরোধ করব।’

‘কোনো সাম্প্রদায়িক অপশক্তি যাতে বাংলাদেশে আর কোনোদিন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে, আসুন আমরা সবাই মিলে তাদের মোকাবিলা করব, তাদের প্রতিহত করব। জাতি-ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখি, সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। যিনি এই বাংলাদেশের ১৮ কোটি মানুষকে হৃদয়ে ধারণ করেন, জনগণকে ভালো রাখার জন্য যিনি দিনরাত কাজ করে যাচ্ছেন, আমাদের সবার প্রার্থনা হোক- তিনি যেন আজীবন ক্ষমতায় থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।’

বিজ্ঞাপন

নন্দনকানন ইসকন মন্দিরের অধ্যক্ষ গদাধর দাসের সভাপতিত্বে ও তারণ নিত্যানন্দ দাসের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, ইসকনের সদর দফতর ভারতের মায়াপুরের প্রতিনিধি বিজয় ভাগবত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চসিক কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন, নিলু নাগ, রুমকী সেনগুপ্ত, ইসকনের বিভিন্ন মন্দিরের অধ্যক্ষ গৌর দাস, অকিঞ্চন গৌর দাস, মুকুন্দ ভক্তি দাস, সুবল সখা দাস এবং অপূর্ব মনোহর দাস।

এদিকে নগরীর প্রবর্তক মোড়ে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির আয়োজিত রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এই দেশে সব ধর্মের মানুষ ও সকল সম্প্রদায়ের সমান অধিকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য একটি পক্ষ সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন চালাতে চায়। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। মাঝে মধ্যে সাম্প্রদায়িক বিষ্পবাষ্প ছড়াতে চায়। আমাদের সবাইকে এই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।’

উদ্বোধকের বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘এই দেশ সবার। এখানে হিন্দুরা মন্দিরে যাবে, মুসলিমরা মসজিদ-মাজারে আর বৌদ্ধরা প্যাগোডায় যাবে। আমরা রথের রশিও টানবো, আবার নিজের ধর্মও পালন করবো। এতে হিন্দু-মুসলমানের কোনো সমস্যা হবে না, ঈমান নষ্ট হবে না। যাদের ঈমান নেই, যাদের মন দুর্বল তারা অন্য সম্প্রদায়ের মন্দির দখল করছে।’

‘যারা মন্দির দখল করতে চায়, তাদের ঘরবাড়িও কিন্তু চট্টগ্রামে আছে। আমরা তাদের বাড়ি ঘর চিনি, কখন তাদের কি ওষুধ দিতে হয় সেটি আমরা জানি। আমেরিকার কথায় যারা নাচছে, তাদের আমরা দেখিয়ে দেব আওয়ামী লীগ নাচাতেও জানে। বিদেশি শক্তির ছায়ায় এদেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না।’

বিজ্ঞাপন

ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, ইসকন বাংলাদেশের সদস্য চিন্ময় কৃষ্ণ দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহরলাল হাজারী, মোরশেদ আলম, নীলু নাগ, রুমকি সেনগুপ্ত, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, নগর ছাত্রলীগের সহ সম্পাদক রাহুল দাশ, মহানগর পূজা পরিষদের সদস্য অর্পণ চক্রবর্তী বক্তব্য রাখেন।

বিকেলে নন্দনকানন ও প্রবর্তক মোড় থেকে আলাদাভাবে শোভাযাত্রা বের হয়। প্রায় লাখো মানুষের অংশগ্রহণে শোভাযাত্রায় বিভিন্ন পৌরাণিক সাজের মাধ্যমে আবহমান বাংলার ও বৈদিক সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলা হয়। নগরীর মোড়ে মোড়ে সনাতন ধর্মাবলম্বীরা উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে এবং মঙ্গল প্রদীপ নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

ধর্মীয় রীতি অনুযায়ী ২৮ জুন উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/আরডি/একে

রথযাত্রা সাম্প্রদায়িক অপশক্তি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর