Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ভিপি নুর ও রাশেদকে গণঅধিকার থেকে অব্যাহতি

সারাবাংলা ডেস্ক
২০ জুন ২০২৩ ২০:২০ | আপডেট: ২০ জুন ২০২৩ ২৩:৪৯

ঢাকা: গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক (ভিপি নুর) ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও অধিকার পরিষদের অন্যতম প্রধান উদ্যোক্তা হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র, ২১ দফা কর্মসূচি, লক্ষ্য-উদ্দেশ্য এবং মূলনীতি বিরোধী কাজ করা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান, মানি লন্ডারিং আইন ও সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ ওঠা, ইসরাইলসহ বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ, অনৈতিক আর্থিক লেনদেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে সভা আয়োজন ও অবৈধভাবে ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনয়ন করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃবৃন্দের বিরুদ্ধে উসকানিমূলক পোস্ট দিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. নুরুল হক (ভিপি নুর)-কে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। সেইসঙ্গে এই প্রক্রিয়ায় সহযোগিতা করায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকেও সাময়িক অব্যাহতি দেওয়া হলো। উভয়কে দলের দফতর বরাবর আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: গণঅধিকার পরিষদে ভাঙন, রেজা কিবরিয়াকে সরিয়ে রাশেদকে আহ্বায়ক

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড. রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদের সাংগঠনিক ক্ষমতাবলে পরবর্তী নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সদস্য সচিব হিসেবে কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও অধিকার পরিষদের অন্যতম প্রধান উদ্যোক্তা হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোনয়ন দিয়েছেন। সেইসঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের আন্দোলন বেগবান করার জন্য নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে, সোমবার (১৯ জুন) নুরুল হক নুর সংগঠনের আহ্বায়ক রেজা কিবরিয়াকে সরিয়ে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করেন। সোমবার রাতে দলীয় সিদ্ধান্ত প্রকাশ্যে আসার আগেই ভিপি নুর রেজা কিবরিয়াকে দোষারোপ করে ফেসবুকে স্ট্যাটাস দেন। রাত ১২টার পরে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ওই বিজ্ঞপ্তি গণমাধ্যমে আসে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ভিপি নুর

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর