‘চাকরি না পাওয়ায়’ চবির সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা
২০ জুন ২০২৩ ১৬:৩৬ | আপডেট: ২০ জুন ২০২৩ ১৬:৪৪
চট্টগ্রাম ব্যুরো: নগরীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, পড়াশোনা শেষ করার পরও দীর্ঘদিন চাকরি না পাওয়ায় মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
সোমবার (১৯ জুন) বিকেলে পাহাড়তলী থানার আলী আজম নগরের নুরবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত এরফান আহমেদ সামি (২৮) ফেনী সদরের চাড়ীপুর এলাকার শফি আহমেদের ছেলে। তিনি চবির হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সামির লাশ উদ্ধার করে। দুই বছর আগে তিনি পড়ালেখা শেষ করলেও আশানুরুপ চাকরি পাচ্ছি্লেন না বলে তার পরিবার আমাদের জানিয়েছে।’
‘এই নিয়ে মানসিকভাবে ভাবে হতাশাগ্রস্থ ছিলেন তিনি। তাই আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।’
পাহাড়তলী থানার এসআই মঈনউদ্দিন আহম্মদ ফয়সাল সারাবাংলাকে বলেন, ‘এমবিএ পাশ করার পর দুই বছর ধরে সামি বেকার ছিলেন। চাকরি না হওয়ায় সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন ও বিষন্নতায় ভুগছিলেন বলে তার বাবা জানিয়েছেন। সংবাদ পাওয়ার পরপরই আমরা গিয়ে ডাইনিং রুম থেকে তার লাশ উদ্ধার করি।’
‘তার সঙ্গে ওই ফ্ল্যাটে আরও দুইজন থাকতেন। তখন তারা কেউ ছিলেন না। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।’
সারাবাংলা/আইসি/ইআ