Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ক্রিস্টাল মেথসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৩ ১৫:৫০ | আপডেট: ২০ জুন ২০২৩ ১৬:৩৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ক্রিস্টাল মেথসহ (আইস) দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৯ জুন) রাতে উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকার ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন— আইয়ুব খান ভুঁইয়া (৫৮) ও বদিউল আলম (৫৫)।

র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট সাইফুল্লাহ সারাবাংলাকে বলেন, ‘উদ্ধার করা ক্রিস্টাল মেথগুলো (আইস) চট্টগ্রাম হয়ে ভৈরবে যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে আমরা গাড়ি তল্লাশি শুরু করি।’

‘পরে একটি বাসে তল্লাশি চালালে দুইজন লোক বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যাগে থাকা একটি প্যাকেট থেকে ৩৭৩ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।’

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করে হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সারাবাংলা/আইসি/এনএস

ক্রিস্টাল মেথ ক্রিস্টাল মেথ আইস সীতাকুণ্ড

বিজ্ঞাপন

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

নির্যাতন ও নারীর লড়াই
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০১

এক তানজিদের কাছেই হারল চিটাগং
২২ জানুয়ারি ২০২৫ ১৬:৫৭

আরো

সম্পর্কিত খবর