Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের আনন্দে ‘বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’ ক্যাম্পেইন

সারাবাংলা ডেস্ক
২০ জুন ২০২৩ ১১:৫৬ | আপডেট: ২০ জুন ২০২৩ ১১:৫৯

ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম ‘বিক্রয়’ আয়োজন করেছে কোরবানি ক্যাম্পেইন ‘বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’। দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এবং গ্লোবাল মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি অপো বাংলাদেশ এই আয়োজনে যুক্ত হয়েছে।

সম্প্রতি বিক্রয়ের প্রধান কার্যালয়ে তিন পক্ষের সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অফার চলবে ঈদের আগের রাত পর্যন্ত।

বিজ্ঞাপন

প্রতিবছরের মতো এবারের ঈদুল আজহায় বিক্রয় গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন গবাদি পশুর সমাহার। বিক্রয়ের সাইটে ইতোমধ্যেই ১,৬০০ এরও বেশি কোরবানির পশুর বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে।

এ বছরের বিরাট হাট (#BiratHaat2023) কন্টেস্টটি বেশ ব্যতিক্রম। এই নিয়ে সপ্তমবারের মতো টাইটেল স্পন্সর হিসেবে প্রতিযোগিতায় পাশে আছে মিনিস্টার, অপরদিকে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে অপো-এর সংশ্লিষ্টতা এবারই প্রথম।

গ্রাহক প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুকদের বিরাট হাট ২০২৩ থিম সং-এর হুক স্টেপ ফলো করে একটি ভিডিও তৈরি করতে হবে এবং ক্যাপশন হিসাবে #BiratHaat2023 ব্যবহার করে এটি ফেসবুক, টিকটক, ইউটিউব – সবগুলো বা যেকোনো একটি প্ল্যাটফর্মে শেয়ার করতে হবে। অংশগ্রহণকারীদের ভিডিও লিংকটি বিক্রয় ব্লগ সাইটেও পাঠাতে হবে। সর্বাধিক বিনোদনমূলক এবং ব্যতিক্রমধর্মী ভিডিও থেকে ১৮ জন ভাগ্যবান বিজয়ী নির্ধারণ করা হবে। মেম্বার প্রতিযোগিতার ক্ষেত্রে যেকোনো ক্যাটাগরির মেম্বারের মধ্য থেকে সর্বোচ্চ সংখ্যক বিজ্ঞাপনদাতা, ভিউ এবং রেসপন্স প্রাপ্ত ১৫ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।

বিজ্ঞাপন

উভয় কন্টেস্টের বিজয়ীরা পাবেন মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড ও অপো বাংলাদেশ-এর পক্ষ থেকে সর্বমোট ৬ লাখ টাকা মূল্যমানের রেফ্রিজারেটর, এলইডি টিভি, স্মার্টফোনসহ নানান আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- বিক্রয়ের সিইও ঈশিতা শারমিন, হেড অব মার্কেটিং আরিফিন হোসাইন, হেড অব করপোরেট সেলস সঞ্জয় বিশ্বাস, মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া, অপো বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ সিলভার ঝাও, এবং অপো বাংলাদেশের ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার নাজমুস সাকিব।

সারাবাংলা/এমও

ঈদের আনন্দ বিক্রয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর