Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসা ছাত্রকে যৌন হয়রানি, শিক্ষক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৩ ২২:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় ১৫ বছর বয়সী মাদরাসা ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ জুন) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল রোববার (১৮ জুন) রাতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নুরুল আবছার (২৮) বান্দরবান জেলার লামা উপজেলার ৫ নম্বর ওয়ার্ড কুমারমার জেরি চকরিয়া পাহাড় এলাকার বাহাদুল্লাহর ছেলে।

পুলিশ জানায়, সোনাকানিয়া মজিদিয়া দাখিল মাদরাসার হেফজখানার অভিযুক্ত শিক্ষক নুরুল আবছার ১১ জুন ওই ছাত্রকে যৌন হয়রানির চেষ্টা করেন। এক পর্যায়ে ওই ছাত্র মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। তখন বিষয়টি জানাজানি হয়। এর পর উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে ধরে সাতকানিয়া থানায় হস্তান্তর করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত সারাবাংলাকে বলেন, ‘অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থীর বড় ভাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আবছার ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এই ঘটনায় আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/আইসি/পিটিএম

মাদরাসা ছাত্র যৌন হয়রানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর