‘আঁখির মৃত্যুর জন্য ডা. সংযুক্তা সাহা দায়ী’
১৯ জুন ২০২৩ ২২:২৭ | আপডেট: ২০ জুন ২০২৩ ০৮:৫৮
ঢাকা: প্রসূতি মাহবুবা রহমান আঁখির মৃত্যুর জন্য ডা. সংযুক্তা সাহাকে দায়ী করেছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. সংযুক্তা সাহার ব্যথামুক্ত নরমাল ডেলিভারির লোভনীয় বিজ্ঞাপন দেখে সেন্ট্রাল হসপিটালে এসে প্রতারণা ও ভুল চিকিৎসার শিকার হন আঁখি।
প্রতিষ্ঠানটি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রচার মাধ্যম বানিয়ে প্রথমত ডা. সংযুক্তা সাহা মেডিকেল ইথিক্স পরিপন্থী কাজ করেছেন। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে তিনি সেদিন রোগী রেখে চলে গিয়েছিলেন। ফলে এত বড় একটি ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ জুন) দুপুরে সেন্ট্রাল হসপিটালের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. এটিএম নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘একমাত্র সংযুক্তা সাহার কারণেই এই ঘটনাটি ঘটল। সংযুক্তা সাহাই তো এত বেশি রোগী দেখেন। সংযুক্তা সাহা হাসপাতালে আছেন কী নেই, বিষয়টি যদি শুরুতেই পরিষ্কার করে দেওয়া হতো তাহলে কিন্তু এ বিষয়টি হতো না। রোগীরা হয়তো আমাদের হাসপাতালের অন্যান্য সিনিয়র কনসালটেন্টের অধীনে ভর্তি হতেন। অথবা অন্য কোনো হাসপাতালে চলে যেতেন।’
তিনি আরও বলেন, ‘সংযুক্তা সাহা ওইদিন হাসপাতালে থাকবেন না, সেটি তিনি আমাদেরকেও জানাননি। আমরা যদি জানতাম তিনি কর্মস্থলে নেই, তাহলে তার রোগীদের জন্য আমরা বিকল্প চিকিৎসকের ব্যবস্থা রাখতাম। কিন্তু তিনি হসপিটাল কর্তৃপক্ষকে না জানিয়েই দেশের বাইরে চলে গিয়েছিলেন। সুতরাং ঘটনাটি আমরা মনে করি তার জন্যই হয়েছে। এমনকি যারা রোগীদের ইনফরমেশন দিয়েছেন তারা হাসপাতালের স্টাফ নন। তারা সংযুক্তি সাহার পারসোনাল অ্যাসিস্ট্যান্ট। সুতরাং, এর দায় সম্পূর্ণ সংযুক্তি সাহার।’
ডা. এটি এম নজরুল ইসলাম বলেন, ‘নিজেদের প্র্যাকটিস বাড়ানোর লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রচারণার হাতিয়ার বানিয়ে রোগী বা তাদের অভিভাবকদের আকর্ষণ করা সম্পূর্ণ অনৈতিক ও মেডিকেল ইথিক্স পরিপন্থী। কিন্তু সংযুক্তা সাহা সেই কাজটি নিয়মিত করেছেন। বিষয়টি আমাদের নজরে আসার পর বাকি সব চিকিৎসকদের এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে যদি কোনো চিকিৎসক এই ধরনের কোনো কার্যকলাপ করেন, তাহলে তাদের বিরুদ্ধে হসপিটাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হবে।’
আঁখির মৃত্যুর পর তদন্ত কমিটি গঠন বিষয়ে ডা. নজরুল ইসলাম বলেন, ‘আগে তো আমরা এই ধরনের কোনো অভিযোগ পাইনি। আমাদের কাছে যদি অভিযোগ না আসে তাহলে আমরা কীভাবে বলব এরকমটাই হচ্ছে?’
হসপিটালের অপারেশন থিয়েটার খুলে দেওয়ার চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের আইসিইউ আজ (সোমবার) সকাল থেকেই খুলে দেওয়া হয়েছে। আমাদের ওটিতেও যথেষ্ট ফ্যাসিলিটি আছে।’
তিনি বলেন, ‘আমাদের পাঁচটা ওটি একদম মডার্ন ইক্যুইপমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। যেহেতু স্বাস্থ্য অধিদফতর অপারেশন থিয়েটার বন্ধ করেছে, আশা করছি কয়েকদিনের মধ্যেই আবার সেটি চালু করতে পারব। স্বাস্থ্য অধিদফতরই চালু করে দিয়ে যাবে।’
সারাবাংলা/এসবি/পিটিএম