‘দলীয় কর্মসূচির রোডম্যাপ নির্ধারণে আওয়ামী লীগের বৈঠক ২২ জুন’
১৯ জুন ২০২৩ ১৯:৩০
ঢাকা: জেলা থেকে উপজেলা পর্যন্ত সাংগঠনিক সমস্যা নিরসনসহ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচির রোডম্যাপ নির্ধারণে ২২ জুন বৈঠকে বসবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। ওইদিন সকাল ১০টায় গণভবনে এ বৈঠক শুরু হবে।
সোমবার (১৯ জুন) বিকেলে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ব্যস্ততার কারণে দীর্ঘদিন আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়নি। তাই আসন্ন নির্বাহী কমিটির বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ-আলোচনা হবে। আমাদের বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে রিপোর্ট নেওয়া হবে।’
তিনি বলেন, ‘জেলা-উপজেলা পর্যায়ে কিছু কর্মসূচি ঠিক করা হবে। কিছু জেলাকে পর্যায়ক্রমে ঢাকায় আমন্ত্রণ করে সমস্যা সম্পর্কে নেত্রী অবহিত হবেন এবং দিকনির্দেশনা দেবেন। কারণ, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারের নির্বাচনটি হবে খুবই চ্যালেঞ্জিং।’
আগামী ২৩ জুন বৈশ্বিক অর্থনৈতিক সংকটকে মাথায় রেখে দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে সাদামাটাভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করার আহ্বান জানান ওবায়দুল কাদের। প্রতিবারের মতো এবারও মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।
সারাবাংলা/এনআর/পিটিএম