Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৩ ১৮:০১

ঢাকা: জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। পাশাপাশি তাকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না— মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (১৯ জুন) স্থানীয় সরকার বিভাগ এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশ পাওয়ার দশ কার্যদিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গত শনিবার পঞ্চগড় থেকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে ইউপি চেয়ার‌ম্যান বাবুর সম্পৃক্ততা রয়েছেন। তার পরিকল্পনাকেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাদিমের ওপর ক্ষুব্ধ ছিলেন ইউপি চেয়ারম্যান বাবু ও তার সাঙ্গপাঙ্গরা।

এরইমধ্যে ওই ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ অন্তত ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় গ্রেফতার হয়ে ওই চেয়ারম্যান বর্তমানে জেল-হাজতে রয়েছেন।

আরও পড়ুন
নাদিম হত্যা মামলা তদন্ত শেষে ট্রাইব্যুনালে যাবে: আইনমন্ত্রী
নাদিম হত্যা: চেয়ারম্যান বাবুর ছেলে রিফাত ছাত্রলীগ থেকে বহিষ্কার
চেয়ারম্যান বাবুর পরিকল্পনায় সাংবাদিক নাদিম হত্যা: র‌্যাব
নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে মামলা

 

সারাবাংলা/আরএফ/একে

ইউপি চেয়ারম্যান টপ নিউজ সাংবাদিক নাদিম হত্যা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর