Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় স্বস্তির বৃষ্টি, ঝড় হতে পারে বাকি ৭ বিভাগেও

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৩ ১৭:১৪

ঢাকা: প্রচণ্ড গরমে স্বস্তি এনে দিয়েছে এক পসলা বৃষ্টি। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই পরিস্থিতি থাকতে পারে আগামী তিন দিন।

সোমবার (১৯ জুন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক স্থানে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এই সময় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আর তিন দিন পরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে ১১২ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে রেকর্ড করা হয়েছে।

সারাবাংলা/জেআর/একে

আবহাওয়া চুয়াডাঙ্গায় বজ্রপাত বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর