সিলেটে মুষলধারে বৃষ্টি, বন্যার শংকা
১৯ জুন ২০২৩ ১৫:১৮ | আপডেট: ১৯ জুন ২০২৩ ১৬:৪১
সিলেট: গত কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে ধীরে ধীরে বাড়ছে সিলেটের নদ-নদীর পানি। এরইমধ্যে সোমবার (১৯ জুন) ভোর থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এতে নগরীতে বন্যার শংকা দেখা দিয়েছে।
বিপদসীমা ছুঁই ছুঁই করলেও সুরমা, কুশিয়ারা নদীর পানি কোনো পয়েন্টেই বিপৎসীমা পেরোয়নি। তবে নগরের নিচু এলাকাগুলোতে কাটছে না জলাবদ্ধতা।
আবহাওয়া অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর সোমবার ভোর ছয়টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি ঝরছে। ফলে কমছে না নগরের নিচু এলাকার জলাবদ্ধতা। জীবনযাত্রা অনেকটা অচল হয়ে পড়েছে। আর উজানের বৃষ্টির কারণে বাড়ছে নদনদীর পানি।
নদ-নদীর পানি বাড়ায় হাওরের পানি শহরে ঢুকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেট জেলায় বন্যার আশঙ্কা রয়েছে।
বন্যা মোকাবিলা সিলেটের জেলা প্রশাসন সব প্রস্তুতি শেষ করেছে। নতুন করে বন্যা আশ্রয় কেন্দ্রের তালিকা তৈরিসহ পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সারাবাংলা/এমও