বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শংকা
১৯ জুন ২০২৩ ১২:৪৬ | আপডেট: ১৯ জুন ২০২৩ ১৪:৩১
রংপুর: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীতে পানি বেড়েই চলছে। এখন পর্যন্ত কোনো এলাকা প্লাবিত না হলেও আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, সোমবার (১৯ জুন) সকাল ৬টায় তিস্তার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরে পানি কিছুটা কমে সকাল ৯টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে তিস্তার পানি রেকর্ড করা হয়েছে ৫২.১০ সেন্টিমিটার।
তিনি বলেন, ‘তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর, দ্বীপ চরের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। পানিবৃদ্ধির কারণে কোনো স্থানে নদী ও বাধে ভাঙন দেখা দিলে তা মেরামতে পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে।’
প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম হতে পারে।’
সারাবাংলা/এমও