Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলে পোস্টার লাগালে ৫০০০ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৩ ২২:৪৩

ঢাকা: মেট্রোরেলে পোস্টার লাগালে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এছাড়া যে কোম্পানি বা ব্র্যান্ডের পোস্টার লাগানো হবে তাদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।

রোববার (১৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, ‘মেট্রোরেল পেয়ে ঢাকাবাসী গর্বিত। মেট্টোরেলের অবদানে সময়, টাকা ও পরিবেশ বাঁচবে।’ এ সময় মেয়র মেট্রোরেল এলাকায় গাছ লাগানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন

সেমিনারের আরেক বিশেষ অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকাবাসী আনন্দের সঙ্গে অপেক্ষা করছে মেট্রোরেল কবে উত্তরা থেকে মতিঝিল চালু হবে। এটি চালু হলে প্রতিদিন ১০ লাখ মানুষ এ সুবিধা ভোগ করবে।’

২০২৫ সালের জুনে এই অংশের উদ্বোধন করা যাবে বলে আশা মেট্রোরেল কর্তৃপক্ষের। অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানান, মতিঝিল থেকে কমলাপুর অংশে মেট্রোরেলের কাজের অগ্রগতি সাড়ে পাঁচ শতাংশ। এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে মতিঝিল অংশের কাজের অগ্রগতি ৯৪ দশমিক ৭৬ শতাংশ। আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯৪ দশমিক ৩২ শতাংশ। মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ চলমান রয়েছে। এ অংশের কাজের অগ্রগতি ৫ দশমিক ৩৭ শতাংশ।

এমএএন সিদ্দিক বলেন, ‘২০২৫ সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর অংশের উদ্বোধন করা যাবে বলে আশা করছি। ইলেকট্রনিক ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইক্যুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি হয়েছে ৮৯ দশমিক ৭১ শতাংশ।’ চলতি বছরের ডিসেম্বরে আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হবে বলেও জানান মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক।

বিজ্ঞাপন

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য রওশন আরা মান্নান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি প্রমুখ।

সারাবাংলা/আরএফ/পিটিএম

জরিমানা পোস্টার মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর