Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাবিপ্রবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ২৩ শিক্ষার্থী হাসপাতালে

হাবিপ্রবি করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৩ ১৩:১৯ | আপডেট: ১৮ জুন ২০২৩ ১৩:২৬

দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দলীয় কোন্দলের জেরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই গ্রুপের ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ জুন) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে ক্যাম্পাসে ও বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রিয়াদ-সজল ও আকাশ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই কোন্দল চলছিল। এরই জেরে শনিবার বিকেলে ছাত্রলীগ নেতা আকাশের সঙ্গে রিয়াদ ও সজলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আকাশকে ক্যাম্পাস থেকে তারা বের করে দেন। পরে আকাশের সমর্থকরা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলে সংঘর্ষ বেঁধে যায়। কয়েক দফার এই সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হন। সংঘর্ষের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জিয়া হলে ব্যাপক ভাংচুর চালায়।

হামলায় আহতদের মধ্যে ২৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন- লাবিব হোসেন (২৫), টিমন ঘোষ (২৬), সাদিক (২৩), ইসমাইল (২৫), রায়হান (২৩), সৌমিক (২৫), সানি (২৫), মোর্শেদ (২৫), কামরুজ্জামান (২৫), সাজিব (২৪), সোহাগ (২৫), সাব্বির (২৪), শরিফ কবির (২৫), নাফিক (২৫), আশিক (২৩), রাসেল (২৩), ওয়াকিল (২৩), সালে আহম্মেদ (২৫), প্রিয় (২২), আকাশ (২২), শামসুল (২৫), নিয়ামুল (২৪) ও রিপন (২৪)।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন বলেন, ‘ক্যাম্পাসের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঘটনা যাতে করে বাইরে ছড়িয়ে না পড়ে সে বিষয়টি দেখছে পুলিশ। এছাড়াও ক্যাম্পাসের ভিতরেও পুলিশ মোতায়েন রয়েছে।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

বিষয়টি নিয়ে ছাত্রলীগের কেউ কথা বলতে রাজি হননি।

সারাবাংলা/এমও

ছাত্রলীগ সংঘর্ষ হাবিপ্রবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর