Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর: বিএনপি নেতাদের দায় দেখছেন তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৩ ১২:৩৬

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরের ঘটনায় ‘বিএনপি নেতাদেরও’ বিচারের আওতায় আনা উচিৎ বলে মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

রোববার (১৮ জুন) সকালে নগরীর জামালখান মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালসহ মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যের চিত্রকর্ম ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। ঘটনায় যারা জড়িত ছিল মামলার প্রেক্ষিতে তাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে যারা তাদের নেতা, যারা তরুণদের এ ধরনের নৈরাজ্যের শিক্ষা দিচ্ছে এবং এগুলোর নেতৃত্ব দিচ্ছে তারা দায় এড়াতে পারে না। তাদেরও অবশ্যই আইনের আওতায় আনা প্রয়োজন।’

ভাংচুরের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে তিনি বলেন, ‘বিএনপি তারুণ্যের সমাবেশের কথা বলে বঙ্গবন্ধুর ম্যু্রালসহ মুক্তি আন্দোলনে নেতৃত্ব দেওয়া মনীষীদের ছবি ভাংচুর করেছে। এই দায় দলটির নেতারা কোনোভাবেই এড়াতে পারে না।’

‘আর জামাত তাদের সহোদর। একই বৃন্তে দুটি ফুল বিএনপি আর জামাত- এটা তাদের বক্তব্য। এই তারুণ্যের সমাবেশে ছদ্মবেশে জামাত- শিবিরও ছিল। জামাতেরও দায় আছে। তবে মূল দায় বিএনপি নেতাদের।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘যাদের হাতে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিরাপদ নয়, তাদের হাতে কখনও দেশ নিরাপদ হতে পারে না। সেই বিএনপি আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/ইআ

টপ নিউজ তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর